
টাঙ্গাইলের এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক নির্মাণের দায়িত্বে নিয়োজিত সাউথ এশিয়া রিজনাল কর্পোরেশন (সাসেক-২) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতারের বেইজ ক্যাম্পে ডাকাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) রাত দেড়টার দিকে যমুনা সেতুর পশ্চিম থানার পাশে গোলচত্বর এলাকায় প্রকল্পের বেইস ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শুক্রবার ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতারের প্রধান প্রকৌশলী এখলাছ উদ্দিন জানান, ৮-১০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত গতরাত দেড়টার দিকে বেইস ক্যাম্পে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা প্রকল্পের কয়েকটি গাড়ির ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘অভিযোগ পাওয়ার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকল্পের কর্মকর্তারা ঘটনাটি ডাকাতি দাবি করলেও মনে হয়েছে, এটি চুরি। ঘটনার তদন্তের স্বার্থে গতরাতে ক্যাম্পে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের রাতে থানায় আসতে বলেছি।’