বগুড়ার ধুনটে জাকের পার্টির দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২৫ উদযাপন উপলক্ষে বগুড়া জেলার ধুনট উপজেলায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ মার্চ) ধুনট উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি জনাব এম.এ. রাজ্জাক এর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা সভাপতি মো. ফয়সাল বিন শফিক সনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মাহফিলে ধুনট উপজেলা জাকের পার্টির নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি ইসলামের আদর্শ, বিশ্ব ফাতেহা শরীফের তাৎপর্য ও জাকের পার্টির দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।