সিরাজগঞ্জে মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছোট সগুনা গ্রামের নির্মাণাধীন মসজিদ উন্নয়নে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষে মাতব্বর আজাহার আলী (৫০) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এ উন্নয়ন কাজে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন পক্ষ ও কারিমুল পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার ইফতারের আগ মুহূর্তে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের ১১ আহত হয় এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাতব্বর আজাহার আলী রোববার ভোররাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ কর্মকর্তারা দুপুরে সংঘর্ষ এলাকা পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

তারা হলেন, একই এলাকার ধুলগাগড়াখালী গ্রামের আমির হামজা (২০), চর লক্ষিপুর গ্রামের মোশারাফ হোসেন (৫৯), ঝালু মেটুয়ানি গ্রামের শাহিন আনোয়ার মাস্টার (৫৭) এবং তাদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।