তাড়া‌শে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. আব্দুল জলিল।

সোমবার (২৪ ফেব্রুয়া‌রি) দুপুর ১২টার দিকে এ দুরঘটনা‌টি ঘ‌টে, তাড়াশ উপজেলার কাস্তা গ্রা‌মে। নিহত শিশু বায়েজিদ (৪) কাস্তা গ্রা‌মের আবু সি‌দ্দি‌কের ছে‌লে। সি‌দ্দি‌কের ৩ কন‌্যা সন্তা‌নের পর এই পুত্র সন্তান বা‌য়ে‌জিদ তা‌দের ঘর আলো ক‌রে এসে‌ছিল।

স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে শিশু বায়েজিদ বাড়ির উঠানে খেলা কর‌ছিল দুপুরের দিকে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুজি শুরু করে। অনেক খোঁজা খুজির পর বাড়ির পাশে পুকুরের পানিতে বায়েজিদকে ভাসতে দেখে।

এ সময় শিশু বায়েজিদকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশু বায়েজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।