তাড়াশে কোয়েলের আগুনে বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার  (২৪ ফেব্রুয়ারি ) সকাল ১০ টার দিকে উপজেলার ঘরগ্রাম জিল্লুর রহমানের

বাড়ির আগুনে পুড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৩-১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘরগ্রাম জিল্লুর রহমানের বাড়িতে  আগুন লাগে রবিবার সকাল ১০টার দিকে। আশেপাশের লোকজন আসার আগেই মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা দলিল, নগদ টাকা, স্বর্ণ ও আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ১৩-১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতির হয়। বর্তমানে তাদের কোনো ঘর না থাকায় খোলা আকাশের নিচে বসবাস করতে হবে তাদের।

ভুক্তভোগী জিল্লুর রহমান জানান,  আমি রাতে মান্নান নগর বাসায় ছিলাম। সকালে বাড়িতে থেকে ফোন আসে তার বসত ঘর আগুন লেছে। দ্রুত এসে দেখেন মুহূর্তের পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাহির করতে পারিনি। তার ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা সহ দলিলপত্র, ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ঘরে কোনো মানুষ ছিল না।