
সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমডেকা সমাপ্ত হয়েছে। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, তরুণ প্রজন্ম এ দেশের প্রাণশক্তি। স্কাউট আন্দোলন দেশের তরুণদের সমাজঘনিষ্ঠ কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করছে এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটদের অংশগ্রহণে কমডেকায় সাব ক্যাম্প থেকে বাছাই করে ভিলেজ ক্যাম্প ফায়ারের মাধ্যমে আইটেম বাছাই করে গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়।
কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ প্রমুখ। এছাড়া ক্যাম্প ফায়ারে ক্যাম্প কর্মকর্তাগণ, ভিলেজ কর্মকর্তাগণ ও সাব ক্যাম্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, এর আগে ৭ম জাতীয় কমডেকার সিডিভির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের সকল অঞ্চলের ছেলে-মেয়েরা কমডেকায় এসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা, স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শক্ত জনমত এবং নতুন বাংলাদেশ তৈরিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমিন এবং ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজের ৩৩টি স্টল পরিদর্শন করা হয়। এবারের কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মুক্ত স্কাউট গ্রুপের ৩৯০টি ইউনিটের ৩২০৪ জন রোভার, ৪৪৬ জন স্বেচ্ছাসেবক, ৩৯০ জন ইউনিট লিডার এবং ৪৩৫ জন কর্মকর্তা, অতিথি এবং অন্যান্যসহ প্রায় ৩ হাজার স্কাউটার অংশগ্রহণ করেন।