কামারখন্দে তিন দোকানকে জরিমানা করল ভোক্তা অধিকার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা না থাকার কারণে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (৩ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে মেসার্স মনিরুল স্টোরকে মূল্য তালিকা হালনাগাদ না রাখার জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স নাঈম স্টোরকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং বোতলজাত সয়াবিন তেল খোলা তেলে রূপান্তর করে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পাইকশা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এক মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করেন।

 

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।