বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) প্রতিষ্ঠানের মাঠ পাঙ্গণে বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সমাজ সেবক মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এরশাদ হোসেন খান।
এতে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো: আব্দুর রুবেল সরকার, নাসিম মডেল কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আকবর আলীর সঞ্চালনায় এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শেখ এবং সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং প্রধান অতিথিকে সম্মাননা উপহার হিসাবে ক্রেষ্ট তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব এরশাদ হোসেন খান বলেন, প্রতিবছর প্রায় দুই কোটি মানুষকে ১২হাজার কোটি টাকা অনুদান দেওয়া হয়ে থাকে সমাজকল্যান মন্ত্রণালয় থেকে। যেখানে গরিব শিক্ষার্থী, প্রতিবন্ধী, অসুস্থ রোগীসহ প্রায় ২৪-২৫ ধরনের ভাতা দেওয়া হয়। তাই যদি কোন গরিব শিক্ষার্থী বা প্রতিবন্ধী ব্যাক্তি যদি সমাজসেবা কার্যালয়ে দরখাস্ত করে আমাকে বলে তাহলে আমি তাদেরকে সেই ভাতা বা অনুদান পেতে সবোচ্চ সহযোগীতা করবো।
এছাড়া তিনি বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের জন্য সবোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বলেন, আপনারা যে আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে আামকে সভাপতি করেছেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই আস্থা এবং বিশ্বাস অটুট রাখার জন্য। তবে একক প্রচেষ্টায় কোন কিছুই সম্ভব না। সবাই সম্মিলিত ভাবে প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিতে হবে। তাই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে সবোচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব হবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ৬৯ জন বিজয়ী শিক্ষার্থী, ৬৪জন স্কাউট ও গার্ল গাইড এবং ২৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।