শীর্ষে থাকা ক্যারিয়ার কেন বিসর্জন দিয়েছেন শাবনূর?

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম শাবনূর। ৯০-এর দশক থেকে ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ঢালিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও তিনি কেন হঠাৎ করে চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন, সেই প্রশ্ন আজও অনেকের মনে।

 

শাবনূরের ক্যারিয়ার শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। সালমান শাহের সঙ্গে তাঁর জুটি ছিল রূপালী পর্দার ইতিহাসের অন্যতম সেরা জুটি। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও মান্নার সঙ্গেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত বহু সিনেমা ছিল সুপারহিট।

 

তবে ২০১০ সালের পর থেকে শাবনূরের সিনেমায় অভিনয় কমে যায়। ব্যক্তিগত জীবন ও পারিবারিক কারণেই তিনি ধীরে ধীরে অভিনয় থেকে বিরতি নেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। মাঝে মাঝে দেশে ফিরলেও সিনেমায় ফিরবেন কি না, সে বিষয়ে কখনো স্পষ্ট কিছু জানাননি।

 

শাবনূরের ভক্তরা এখনো আশায় বুক বাঁধেন, একদিন প্রিয় নায়িকাকে আবার পর্দায় দেখা যাবে। তবে তিনি নিজে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

 

এই কিংবদন্তি নায়িকার জীবনের মোড় ঘোরানোর কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও, তার অসাধারণ অবদান চিরকাল ঢালিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।