
সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বুধবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন সদর উপজেলা খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও শহরের ভাসানী রোড মোল্লাবাড়ি মহল্লার বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল।
চিঠিতে বলা হয়, রেজাউল করিমের বিরুদ্ধে অন্যের জমি দখল ও হুমকি-ধমকির অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারিত হওয়ায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে শোকজ করা হয়েছিল বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অপর চিঠিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আবু কায়েস ভূইয়া কর্নেলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উভয় নেতার বিষয়ে নেওয়া সিদ্বান্ত অনুমোদন করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে পদ স্থগিত হওয়া নেতাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।