এনডিপি স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফ পরিদর্শক দল

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়্যান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট-লুম) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর একটি প্রতিনিধি দল।

পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ মো. মশিয়ার রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহ-ব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী (স্মার্ট) গোকুল চন্দ্র বিশ্বাস, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) মো. আশরাফুল হক, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) মো. হুমায়ন কবির, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) এ.কে. এম. ফয়জুল হক, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) রেজানুর রহমান তরফদার, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) আবুল কালাম আজাদ, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) মো. আজমল হক খান, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) উম্মে কুলসুম, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) মো. রওশন হাবীব, ব্যবস্থাপক (কার্যক্রম) আবু হায়াৎ মো. রাহাত হোসেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) এস.এম. আশিকুর এলাহী ও প্রোগ্রাম ম্যানেজার (কমিউনিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট) আলাল আহমেদ।

প্রতিনিধি দলটি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে বেলকুচি উপজেলার তামাই গ্রামে নির্মিত মিনি ইটিপি, আরইসিপি বাস্তবায়িত হয়নি এরুপ দুইটি কারখানা, বাঐতারায় র‌্যাপিয়ার পাওয়ার লুম প্রশিক্ষণ কার্যক্রম, ন্যাচারাল ডাইং ও পাইকোশা গ্রামে কারখানা ও আরইসিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসময় উপকারভোগীদের সাথে প্রতিনিধিদলটি মত বিনিময় করেন। মাঠ পর্যায়ের কার্যক্রম পরবর্তীতে এনডিপি’র প্রধান কার্যালয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে পিকেএসএফ এর প্রতিনিধি দল, এনডিপি’র সিনিয়র ম্যানেজমেন্ট, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও স্টেকহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে ১৮ ফেব্রুয়ারি প্রতিনিধি দলকে এনডিপি’র প্রধান কার্যালয়ে স্বাগত জানান সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। পরে এনডিপি’র কার্যক্রম ও প্রকল্প সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনডিপি’র পরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) এবিএম সাজ্জাদ হোসেন। প্রসঙ্গত ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত এবং ‘সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ (Resource Efficient and Cleaner Production- RECP) করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পটি গৃহীত হয়েছে। পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) এই প্রকল্প দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুণ্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে পরিচালিত। প্রকল্পের মোট বাজেট ৩০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে বিশ্ব্যাংক এবং পিকেএসএফ যথাক্রমে ২৫ কোটি ও ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য: ক্ষুদ্র-উদ্যোগে সম্পদ-সাশ্রয়ী ও ঘাত-সহিষ্ণু সবুজ প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।