সিরাজগঞ্জে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখিতে একটি মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে এই প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সোনামুখি বাজারে ‘শিখা স্মৃতি সার্বজনিন দুর্গা মন্দিরে’ এ ঘটনা ঘটে বলে মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার জানিয়েছেন।

 

খবর পেয়ে রোববার সকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার ওসি নুরে আলম এবং দুপুরে জেলা প্রশাসক নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার জানান, রোববার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখা যায়। পাঁকা মন্দির ঘরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেয়া আছে। বাইরে থেকে কে বা কারা মন্দিরের ভেতরে বাঁশের সাহায্যে প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’এ ঘটনায় তিনি জড়িতদের শাস্তি দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেছেন, সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক ভাবে এই অপকর্ম করে থাকতে পারে।

 

কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিমা ভাঙচুর ঘটনায় জড়িতকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।