বিএনপির সাবেক কমিটিকে ভুয়া বলে রোষের মুখে শিল্পী কনকচাঁপা

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫

সিরাজগঞ্জে বিএনপির সাবেক একটি কমিটি ভুয়া বলে নেতাকর্মীদের রোষের মুখে পড়েন কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। পরে ক্ষমা চেয়ে পাড় পেয়ে যান তিনি।

 

বুধবার (৫ মার্চ) বিকেলে জেলার কাজিপুর উপজেলায় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক আলোচনায় সভায় বক্তব্য দিয়ে গিয়ে এমন পরিস্থিতিতে পড়েন এই শিল্পী ও বিএনপি নেতা।

আরো পড়ুন:কামারখন্দে জাকেরপার্টির ইফতার জলসা অনুষ্ঠিত

বক্তব্যে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক কমিটিকে ভুয়া ও পকেট কমিটি বলে মন্তব্য করেন তিনি।

এর পরেই সম্মেলনে থাকা বিএনপির নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে ক্ষুব্ধ নেতাকর্মীসহ সভায় উপস্থিত সবার কাছে ক্ষমা চান তিনি।

 

এ বিষয়ে কথা বলতে কন্ঠশিল্পীকে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেন নাই।