নারীর মর্যাদা ও উন্নয়নে অঙ্গীকার: বিশ্ব নারী দিবসে জাকের পার্টির শুভেচ্ছা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

বিশ্ব নারী দিবস ২০২৫ উপলক্ষে জাকের পার্টির পক্ষ থেকে দেশের নারীসমাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

আজ শনিবার (৮ মার্চ) অর্থনীতিবিদ ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল এক ফেসবুক পোস্টে এই বার্তা দেন।

 

পোস্টে তিনি উল্লেখ করেন, নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিকল্প নেই এবং দেশের অগ্রগতিতে নারীদের অবদান অনস্বীকার্য। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব নারী দিবসের মূল প্রতিপাদ্য বাস্তবায়নে বাংলাদেশের শুভবোধসম্পন্ন সকল মহল অগ্রগামী ভূমিকা পালন করবে।

 

তিনি আরো বলেন, নারীদের যথাযোগ্য সম্মান ও অধিকার নিশ্চিত করা না গেলে একটি উন্নত দেশ বিনির্মাণ সম্ভব নয়।

 

জাকের পার্টির পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারীদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানানো হয়।