তাড়াশে ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে । এতে সভাপতি হিসেবে মোঃ মুনজিল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জেমস্  হোসেন নাম অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোঃ রিফাত হোসেন শিমুলকে সিনিয়র সহসভাপতি, মোঃ নাজমুল সরকারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মোঃ হাবীব খন্দকারকে সাংগঠনিক সম্পাদক, মোঃ রাসেল আহমেদকে দপ্তর  সম্পাদক , মোঃ রফিকুল ইসলামকে প্রচার সম্পাদক করা হয়েছে।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে তাড়াশ ডিগ্রি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।