
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল থেকেই জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা পৌর শহরের দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে সমেবেত হন। এর পর সকাল ১০ টায় জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদি মৎস্য দল ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর অংশ গ্রহন করেন। জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র, যুব দলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ।
শেষে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের সুস্থ্য শরীরে দেশে ফিরে আসার কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।