
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচং মং মারমা ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ভানিকাতরা গ্রামের মো মফিজ খানের ছেলে মো মিঠু খান (২০)। আদালত সূত্র জানায়, সরকারি অনুমতি ছাড়াই কয়েক দিন ধরে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন।
এ সময় থানা উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানকালে পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকুর ড্রাইভারকে আটক করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুইচিং মং মারমা জানান, আজ বিকাল ৩ টার দিকে পৌর শহরের কাউরাইল গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার কাজ চলমান ছিলো। পরে অভিযান পরিচালনা করে একজন ভেকুর ড্রাইভারকে আটক করে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর এর পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।