অসহায়দের মাঝে ভিলেজ ভিশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

অসহায় পীড়িতদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করছে সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশন । নিজেদের নিরাপত্তায় সচেতন থেকে স্বেচ্ছাসেবীরা  এসব ইফতার সামগ্রী বিতারণ করছেন।

নির্ভয় ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহমুদ কামাল কৌশিক  ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার জানান, তাড়াশ উপজেলার  দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে আজ ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ইফতার সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি মুড়ি, ছোলা, পিঁয়াজ, আলু, ৫০০ গ্রাম খেজুর, চিনি ও আধা লিটার সয়াবিন তেল। পরিমাণ কম হলেও সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।