তাড়াশে বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
Oplus_131072

সিরাজগঞ্জের তাড়াশ  উপজেলার চরকুশাবাড়ি গ্রামে পিতার বাড়ীতে বসে অন্তরা খাতুন(২০)  নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

অন্তরা শশুর বাড়ীর সূত্রে জানা যায়, চরকুশাবাড়ি এলাকার বারিক আহমেদের পুত্র মো. নাজমুল হকের সাথে একই গ্রামের মো বাবুল হোসেনের   মেয়ে অন্তরা সাথে পারিবারিকভাবে  গত এক বছর পূর্বে বিবাহ হয়।

শনিবার  সকাল ৮টার দিকে অন্তরা খাতুন  ঘুম থেকে না উঠায় তার দাদি ভানু বেগম অন্তরা খাতুনকে  ডাকতে গিয়ে তিনি দেখতে পায় বসত ঘরের তীরের সাথে অন্তরা খাতুন  গলায়  ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।

ওই সময় অন্তরা দাদি ভানু বেগম  ডাকা-চিৎকার শুরু করলে বাড়ীর অন্যান্য লোকজন এসে সাবিনার  অন্তরা  নিথরদেহ ঝুলে থাকতে দেখে   তাড়াশ থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে  অন্তরার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাড়াশ থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত  মো.  নাজমুল কাদের জানান, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।