নাগরিক সংকট নিরসনে সিরাজগঞ্জে প্রশাসনের অভিযান

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

 

অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন, পৌর প্রশাসক মুহাম্মদ কামরুল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজীব সরকার প্রমুখ।

 

সিরাজগঞ্জ শহরে ট্র্যাফিক আইন অমান্য করে অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া, বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হবে।