তাড়াশে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১মার্চ) সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।

অনুষ্ঠানের শুরুতেই মানব দেহে ভিটামিন ‘এ’র প্রয়োজনীতা, গুরুত্ব, অভাব জনিত রোগ, প্রতিকারের উপায় ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদ্ধতির বিশদ বিবরণ দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র মাহাতো, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আবু হাসেম, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. আনিসুর রহমান প্রমূখ।

এ সময় বক্তাগণ ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন বাস্তবায়নে সর্বস্তরের সাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ৬ থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতি দেন।